• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

জনবল সঙ্কট ও রোগীর চাপে দিশেহারা হাসপাতাল কর্তৃপক্ষ

  এস এম ইউসুফ আলী, ফেনী

২০ আগস্ট ২০১৯, ১৫:০৫
ফেনী
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, ফেনী (ছবি : দৈনিক অধিকার)

ফেনীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ডাক্তার-নার্স সঙ্কটের মধ্যেও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। সেই সাথে বাড়ছে নিয়মিত রোগীও। রোগীর পরিমাণ শয্যার দ্বিগুণ হওয়ায় চিকিৎসা নিচ্ছেন মেঝে-করিডোরেও। এক দিকে প্রয়োজনের তুলনায় অর্ধেক চিকিৎসক অন্যদিকে বাড়তি রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

সোমবার (১৯ আগস্ট) হাসপাতাল ঘুরে দেখা গেছে, হাসপাতালটিতে ভর্তি রয়েছে শয্যার বেশি পরিমাণ রোগী। ডেঙ্গুর ভয়াবহতায় এ চাপ আরও বাড়ছে। মেঝে এমনকি করিডোরেও চিকিৎসা দেওয়া হচ্ছে অনেককেই। ডেঙ্গুসহ অন্য রোগীদের চিকিৎসাসহ সার্বিক পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। ২৫০ শয্যার হাসপাতাল হলেও এখানে সোমবারও রোগী ভর্তি ছিল ৫৪১ জন। বর্হিবিভাগের চিত্র আরও ভয়াবহ।

হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, শিশু ওয়ার্ডে ২৬ শয্যার বিপরীতে ১১৩ জন চিকিৎসাধীন রয়েছে। একইভাবে মেডিসিন, ডায়রিয়া, ডেলিভারি, সার্জারি, গাইনি ওয়ার্ডে শয্যার বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন। মেডিসিন ওয়ার্ডে ৫২ শয্যার বিপরীতে ২শ ১৪, ডায়রিয়া ওয়ার্ডে ১৭ শয্যার বিপরীতে ৩২, ডেলিভারি ওয়ার্ডে ১৭ শয্যার বিপরীতে ৩৫, সার্জারি ওয়ার্ডে ৪৮ শয্যার বিপরীতে ৭৫ এবং গাইনি ওয়ার্ডে ২৬ শয্যার বিপরীতে ২৭ জন ভর্তি রয়েছেন।

এ দিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ছয়জন। সূত্র আরও জানায়, এখনো ৬৬ জন ডেঙ্গু রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল পর্যন্ত ভর্তি হয়েছে ৩৩৩ জন। এর মধ্যে ৪৭ জনকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২২০ জন।

হাসপাতাল সূত্র জানায়, ১০০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করা হলেও সেই তুলনায় জনবল নিয়োগ দেওয়া হয়নি।

ডাক্তার-নার্সসহ ২৮৫টি পদের বিপরীতে ১২টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে ৫৫ জন ডাক্তারের মধ্যে ১৮টি পদ শূন্য রয়েছে। সহকারী পরিচালক পদটিও শূন্য দীর্ঘদিন। দুজন আবাসিক মেডিকেল অফিসারের মধ্যে একজনের পদ শূন্য। এছাড়া আবাসিক সার্জন, চক্ষু, মেডিসিন, চর্ম ও যৌন, ডেন্টাল চিকিৎসকের পদও শূন্য রয়েছে। খালি রয়েছে প্যাথলজিস্টের পদও। জুনিয়র স্বাস্থ্য কর্মকর্তার দুটি পদের মধ্যে একটি নেই। ৮২টি সিনিয়র স্টাফ নার্স পদের মধ্যে ১৩ জন, সহকারী সেবক ৫টির মধ্যে ৩টি, তৃতীয় শ্রেণির কর্মচারী ৪১টির মধ্যে ২৩টি ও ৪র্থ শ্রেণির ৭৩ জন কর্মচারীর মধ্যে ৪৬টি পদ শূন্য রয়েছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু তাহের পাটোয়ারি জানান, প্রতিদিন যে পরিমাণ রোগী থাকে সেই অনুযায়ী চিকিৎসক, নার্স ও শয্যা থেকে শুরু করে অনেক কিছুরই সঙ্কট রয়েছে এখানে। এত কম ডাক্তার-নার্স নিয়ে এত বেশি রোগীর সেবা দেওয়া কষ্টকর। তারপরও আমরা সকলেই ভালো সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিধান কুমার সেন জানান, ডাক্তার-নার্স সঙ্কটের বিষয়টি আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে লিখিতভাবে জানিয়েছি।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড