• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ কারখানা

  গাজীপুর প্রতিনিধি

২০ আগস্ট ২০১৯, ১২:৪৪
গাজীপুর
ক্যাসিওপিয়া ড্রেস লিমিটেড

গাজীপুরের শ্রীপুরের শিশু পল্লী রোড সংলগ্ন সাইটালিয়া এলাকার ক্যাসিওপিয়া ড্রেস লিমিটেড নামক একটি পোশাক কারখানা পূর্ব কোনো ঘোষণা ছাড়াই বন্ধ করে দিয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে ঈদের পর আজ খোলার দিন ছিল, কিন্তু শ্রমিকরা এসে দেখে কারখানা বন্ধের নোটিশ। এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে বিক্ষোভ করতে থাকে। পরে পরিস্থিতি শান্ত রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কারখানার আয়রন অপারেটর বিপুল এবং সালমা জানান, তিনি তিন বছর যাবত এই কারখানায় চাকরি করছেন কিন্তু পূর্ব কোনো ঘোষণা ছাড়াই আজ কাজে যোগদান করতে এসে দেখেন কারখানা বন্ধের নোটিশ। অথচ তাদের টিফিন ভাতা, ২ বছরের ছুটির টাকা বকেয়া রয়েছে। আবার হঠাৎ কারখানা বন্ধের কারণে তারা বেকার হয়ে গেলেন। তারা কারখানা কর্তৃপক্ষের কাছে ৩ মাসের বেতন দাবি করেছেন।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক শাফিউল আলম শামীম জানান, ১২০ জন শ্রমিক নিয়ে বিজিএমইএ ভবনে মালিক পক্ষের সাথে কথাবার্তা বলছে। আজ ৩টার দিকে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন- গাজীপুরের এ এস পি মনিরুল ইসলাম, এ এস পি আল মামুন, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী, উপজেলা চেয়ারম্যান মাহতাব উদ্দিনসহ আরও অনেক পুলিশ কর্মকর্তা।

ওডি/আরবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড