• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শারীরিক সম্পর্কের পর বিয়ে না করায় প্রেমিকার অনশন, অবশেষে বিয়ে 

  সারাদেশ ডেস্ক

১৯ আগস্ট ২০১৯, ২২:০২
বিয়ে
বিয়ে ( ছবি : প্রতীকী )

রাজশাহীর বাঘা উপজেলায় বিয়ের দাবিতে ৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক তরুণী। অবশেষে সোমবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে দেড় লাখ টাকা দেন মোহরনা ধার্য করে বিয়ে সম্পন্ন হওয়ার কথা রয়েছে তাদের।

জানা যায়, গত শুক্রবার বিকালে উপজেলার আড়ানী ইউনিয়নের সোনাদহ গ্রামের আবদুল মতিনের ছেলে ও রাজশাহী কলেজের মাস্টার্সের ছাত্র মাসুদ রানা তান্নার বাড়িতে আসেন তার প্রেমিকা। এ সময় বিয়ে করতে রাজি হয় প্রেমিক মাসুদ রানা। পরে কৌশলে তাকে রেখে বাড়ি থেকে পালিয়ে যায় মাসুদ রানা। এরপর ওই তরুণী বিয়ের দাবিতে অনশনে বসে। মাসুদ রানা বিয়ে না করলে আত্মহত্যা করারও হুমকি দেয় তরুণী।

এ বিষয়ে দফায় দফায় আড়ানী ইউনিয়ন চেয়ারম্যানকে নিয়ে সমঝোতার বৈঠক হয়। প্রাথমিক পর্যায়ে প্রেমিককে পাওয়া না যাওয়ায় চেয়ারম্যানের পক্ষ থেকে স্থানীয় চৌকিদার ডাবলু হোসেনের জিম্মায় রাখা হয় তরুণীকে। তিনদিন পর সোমবার রাত সাড়ে ৯ টায় সামাজিকভাবে তাদের বিয়ে সম্পন্ন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে অনশনরত প্রেমিকা বলেন, আড়াই বছর ধরে মাসুদ রানার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। আমাকে বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে মাসুদ রানা। এমনকি সে নিয়মিত আমাকে বিভিন্নস্থানে নিয়ে যেত।

এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, শুনেছি তাদের মধ্যে সমঝোতা হয়ে গেছে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড