• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

শ্রীপুরে কারখানা ও বসতঘরে আগুনে ২০ লাখ টাকার ক্ষতি

  গাজীপুর প্রতিনিধি

১৯ আগস্ট ২০১৯, ২০:৪৭
অগ্নিকাণ্ড
আগুনে পুড়ে যাওয়া প্লাস্টিক কারখানার অংশবিশেষ (ছবি : দৈনিক অধিকার)

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার থানা রোড সংলগ্ন শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে সাইফুল ও নজরুলের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় কক্ষগুলোতে থাকা নগদ অর্থসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

সোমবার (১৯ আগস্ট) বিকাল ৪টার দিকে শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মরহুম আহাম্মদ আলীর ছেলে ব্যবসায়ী সাইফুল ইসলামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মাওনা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এবং এলাকাবাসীর এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বাড়ির ভাড়াটিয়া ফল ব্যবসায়ী মোর্শেদ জানান, ওই বাড়িতে ১২ জন ভাড়াটিয়া রয়েছেন। বেশিরভাগ কক্ষেই বাজারের ব্যবসায়ীরা ভাড়া থাকত। কখন কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি তারা বুঝে উঠতে পারেননি। এর আগেই আগুন ওই বাড়ির সকল ঘরে ছড়িয়ে পড়ে। এক ঘণ্টার মধ্যে সবগুলো ঘর পুড়ে যায়। তার ব্যক্তিগত সংরক্ষণে থাকা পৌনে তিন লাখ নগদ টাকা পুড়েছে বলে দাবী করেন।

অপরদিকে, বেলা ১১টার দিকে আনসার টেপিরবাড়ী এলাকার আইটিএল গ্লোবাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড নামে একটি প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনা ঘটে।

কারখানার ব্যবস্থাপক মোহরাব হাসান জানান, জেনারেটর ওভার হিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্লাস্টিক জাতীয় পণ্যের কাঁচামাল পুড়ে যায়।

মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল জানান, বসতবাড়িতে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় নগদ অর্থসহ কমপক্ষে ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। প্লাস্টিক কারখানায় কেনুপি ওভারহিট হওয়ার কারণে আগুরে সূত্রপাত এ আগুনের ঘটনায় আনুমানিক পাঁচ লাখ টাকার যন্ত্রাংশ পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড