• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুন্দরবন থেকে দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে কোস্টগার্ড

  মোংলা প্রতিনিধি

০৫ জুলাই ২০১৮, ১৭:৫৬

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পশ্চিম সুন্দরবনের ফুলহাতা ঘাটসংলগ্ন এলাকা থেকে বৃহস্পতিবার দুটি আগ্নেয়াস্ত্র (দেশীয় একনলা বন্দুক) জব্দ করেছে কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোন। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ দুপুর ২ টার দিকে সিজি কন্টিনজেন্ট শরণখোলা ষ্টেশনের একটি অপারেশন দল স্থানীয় লোক মারফত জানতে পারে পশ্চিম সুন্দরবনের ফুলহাতা ঘাটসংলগ্ন এলাকায় দস্যুদের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড বাহিনীর সদস্যরা। এ সময় কোস্টগার্ড বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় দস্যু দলের সদস্যরা। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র (দেশীয় একনলা বন্দুক) জব্দ করা হয়। জব্দকৃত আগ্নেয়াস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোড়েলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন , সুন্দরবন সংলগ্ন এলাকাসমূহে সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনাসহ মাদক পাচারকারী, বনদস্যু ও জলদস্যুদের বিরুদ্ধে কোস্টগার্ড বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড