• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কিশোরগঞ্জে সেচ্ছাসেবক দলের র‌্যালিতে পুলিশের বাধা

  কিশোরারগঞ্জ প্রতিনিধি

১৯ আগস্ট ২০১৯, ১৯:১০
পুলিশের বাধা
দলীয় কার্যালয় থেকে র‍্যালি নিয়ে বের হয়ে পুলিশের বাধার মুখে পড়েন নেতাকর্মীরা (ছবি- দৈনিক অধিকার)

কিশোরগঞ্জে সেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে জেলায় দলীয় কার্যালয় থেকে র‍্যালি নিয়ে বের হয়ে পুলিশের বাধার মুখে পড়েন নেতাকর্মীরা।

জানা যায়, জেলা সেচ্ছাসেবকদলের সভাপতি বাহার মিয়া বাহার ও সাধারণ সম্পাদক আবু নাসের সুমনের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী দলীয় কার্যলয় থেকে শহরে র‌্যালি বের হয়। র‍্যালিটি কিছুদূর যেতেই পুলিশের বাধার মুখে পড়ে। এক পর্যায়ে র‌্যালিটি নিয়ে দলীয় কার্যালয়ে ফিরে যায় নেতাকর্মীরা। পরে তারা দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শেষ হয়।

সংক্ষিপ্ত আলোচনার সময় বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো মাজহারুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু নাসের সুমন, জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম-সম্পাদক মো. মনিরুজ্জামান মিয়া জামানসহ বিভিন্ন ইউনিটের নেতারা।

নেতারা বক্তব্যে বলেন, বর্তমান সরকার বিরোধী দলকে কোনো কার্যক্রম করতে দিচ্ছেন না। মানুষের গণতন্ত্রকে তারা হত্যা করেছে। এখন মানুষের কোনো অধিকারের কথাও বলা যায় না।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড