• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

মহাসড়কে দুর্ঘটনা রোধে স্পিডগানের ব্যবহার

  নরসিংদী প্রতিনিধি

১৯ আগস্ট ২০১৯, ১৬:৩২
পরিদর্শন
স্পিডগানের ব্যবহার পরিদর্শনকালে নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার (ছবি : দৈনিক অধিকার)

ঢাকা-সিলেট মহাসড়কের ৫২ কিলোমিটার এলাকাজুড়ে সড়ক দুর্ঘটনা রোধে গাড়ির অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন মানতে বাধ্য করা, ফিটনেস পরীক্ষা, ড্রাইভিং লাইসেন্স যাচাইসহ নানা উদ্যোগ নিয়েছে নরসিংদী জেলা পুলিশ। এ উপলক্ষে প্রাথমিকভাবে দুইটি গতি পরিমাপক যন্ত্রের (স্পিডগান) ব্যবহারের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেছে নরসিংদী জেলা পুলিশ।

সোমবার (১৯ আগস্ট) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এ কার্যক্রম পরিদর্শন করেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।

পুলিশ সুপার জানান, নরসিংদীর ওপর বিদ্যমান মহাসড়কে দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে গাড়ির গতি নিয়ন্ত্রণ, ড্রাইভিং লাইসেন্স চেক, ফিটনেস পরীক্ষাসহ নানা কার্যক্রম পরিচালনা করে আসছে পুলিশ। এরই ধারাবাহিকতায় সোমবার সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণে পরিমাপকযন্ত্র বা স্পিডগানের ব্যবহার শুরু করা হয়েছে। এ সময় সড়ক দুর্ঘটনা রোধে এ ধরণের সকল কার্যক্রম অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল আহমেদ, ট্রাফিক প্রধান গোলাম মাওলা, জেলা বাস মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, ট্রাক মালিক সমিতির সভাপতি আ. আজিজসহ জেলা ট্রাফিক ও হাইওয়ে পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড