• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১  |   ২৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

যশোরে নতুন করে ৪২ ডেঙ্গু রোগী ভর্তি

  যশোর প্রতিনিধি

১৯ আগস্ট ২০১৯, ১৬:২৭
ডেঙ্গু আক্রান্ত
যশোর সদর হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্তরা ( ছবি : দৈনিক অধিকার)

দেশের অন্যান্য অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমলেও যশোরে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জেলার আট উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে ১৯ জন। বাকিরা বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। সবমিলিয়ে জেলায় চিকিৎসাধীন রয়েছেন ১৯২ জন ডেঙ্গু রোগী।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, আজ সোমবার পর্যন্ত যশোর জেলায় মোট ৬৮৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯৩ জন। আর বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৯ জন। জেলার আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮২ জন ও বেসরকারি হাসপাতালে ৩১ জন। এ পর্যন্ত যশোরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ জানান, এ পর্যন্ত ৪৪৪ জন রোগী পেয়েছেন। ইতোমধ্যে ৩৬৫ জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৯ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৯ জন।

প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে জানিয়ে তিনি বলেন, চিকিৎসা ব্যবস্থাপনা ভালোভাবে চলছে, কোনো ধরনের সঙ্কট নেই। এছাড়া স্থানীয়ভাবে আক্রান্ত ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড