• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভায়রার দায়ের কোপে চা শ্রমিকের মৃত্যু

  হ‌বিগঞ্জ প্র‌তি‌নি‌ধি

১৯ আগস্ট ২০১৯, ১৩:২৩
ম্যাপ
নোয়াপাড়া চা বাগানেরর ম্যাপ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানের বস্তিতে সুজিত রেলী (৫৫) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছেন।

সোমবার (১৯ আগস্ট) সকাল সা‌ড়ে ১০টার দিকে ভায়রার দায়ের কোপে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় পালিয়েছে খুনি হেলাল রেলী। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াপাড়া বস্তির বাসিন্দা সুজিত রেলী ও হেলাল রেলী সম্পর্কে একে অপরের ভায়রা। তাদের স্ত্রীর মধ্যে বেশি কিছুদিন ধরে ঝগড়া-বিবাদ চলে আসাছিল। এর জের ধরে সোমবার সকালে সুজিত ও হেলাল রেলীর মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে চা গাছের কুড়ি উত্তোলনে ব্যবহৃত দা দিয়ে সুজিতের মাথায় কোপ দেয় হেলাল। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয় হেলাল রেলীও। পরে আহত অবস্থায় সে পালিয়ে যায়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, উল্লেখিত দুইজনের স্ত্রীদের বিরোধকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ কর হয়েছে। খুনি হেলালকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড