• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

গ্রাম্য প্রধানের নামে থানায় অভিযোগ করায় বিক্ষোভ

  মেহেরপুর প্রতিনিধি

১৯ আগস্ট ২০১৯, ০৮:৫৬
মেহেরপুর ম্যাপ
ছবি : দৈনিক অধিকার মেহেরপুর ম্যাপ

বিদ্যালয় সংলগ্ন জমি অন্যত্র বিক্রি করাসহ গ্রাম্য প্রধানের নামে থানায় অভিযোগ করায় মেহেরপুর সদর উপজেলার চকশ্যাম নগর গ্রামের কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছে।

রবিবার (১৮ আগস্ট) সকালের দিকে চকশ্যাম নগর গ্রামের সকল শ্রেণি পেশার মানুষ মোটরসাইকেলসহ অনান্য যানবাহনযোগে এসে মেহেরপুর সদর থানায় বিক্ষোভ করে। পরে সেখানে উভয় পক্ষের মধ্যে আপোষের মাধ্যমে মীমাংসা হয়।

জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার চকশ্যাম নগর গ্রামের মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ১৫ কাঠা জমি খেলার মাঠ হিসাবে কেনার চেষ্টা চালিয়ে আসছিল। সম্প্রতি জমির মালিক ওই জমি পাশের বন্দর গ্রামের নাজিমের ছেলে আব্দুর সামাদের কাছে ২৮ লক্ষ টাকায় বিক্রি করে। কয়েকদিন আগে সামাদ সেখানে ঘর তৈরির জন্য ইট বালু ফেলতে শুরু করে। এ দিকে গ্রামের মানুষ ইট বালু নষ্ট করে। জমির মালিক এ ঘটনায় চকশ্যাম নগর গ্রাম্য প্রধানের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় অভিযোগ করেন। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী ক্ষোভে ফুঁসে ওঠে এবং গ্রামের হাজার হাজার মানুষ থানায় উপস্থিত হয়। পরে গ্রামের গ্রাম্য প্রধানসহ জমির মালিকের উপস্থিতিতে ১৪ লক্ষ টাকায় জমি ফিরিয়ে নেওয়া সম্ভব হয়।

সদর থানার এসআই আহসান আলি বলেন, গ্রাম্য প্রধান ও জমির মালিকরা বসে বিষয়টি মীমাংসা করেছে।

চকশ্যাম নগর গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আরিফুল এনাম বকুল বলেন, জনস্বার্থে বিষয়টি বিবেচনা করে জমির মালিকের সঙ্গে আপোষ করা হয়েছে। জমির মালিক আব্দুর সামাদ বলেন ২৮ লক্ষ টাকার জমি কিনে ১৪ লক্ষ টাকায় দিতে হলো কি আর করার আছে।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড