• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বান্দরবানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান 

ঢাকা-চট্টগ্রামগামী যাত্রীবাহী যানবাহনে মশার ওষুধ স্প্রে

  বান্দরবান প্রতিনিধি

১৮ আগস্ট ২০১৯, ২০:২৯
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে একটি পরিবহনে মশার ওষুধ স্প্রে করা হচ্ছে (ছবি : দৈনিক অধিকার)

সারা দেশে ডেঙ্গু রোগী বৃদ্ধি পাওয়ায় এডিস মশার প্রভাব বিস্তার রোধ এবং ডেঙ্গু রোগ থেকে সকলকে সুস্থ ও সচেতন করতে বান্দরবানে বিভিন্ন যানবাহনে মশার ওষুধ স্প্রে ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

রবিবার (১৮ আগস্ট) দিনব্যাপী বান্দরবান কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকা হ‌য়ে প্রধান সড়‌কে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বান্দরবানে আগত ও বান্দরবান থেকে ছেড়ে যাওয়া সকল যাত্রীবাহী বাসে মশার ওষুধ স্প্রে করা হয়।

অভিযানকালে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, আমাদের সবার মধ্যে সাম্প্রতিক সময়ে ভয় দেখা দিয়েছে, আর সেই ভয়ের কারণ ডেঙ্গু রোগ। ভয় পেয়ে হাত পা গুটিয়ে ঘরে বসে থাকলে হবে না। ডেঙ্গুরোগ থেকে বাঁচতে সকলকে সচেতন হতে হবে। উপস্থিত সকলের উদ্দেশে পুলিশ সুপার বলেন, সামাজিক সকল কর্মকাণ্ডে আমাদের যুক্ত হয়ে আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সরকারের পাশাপাশি আমাদের ডেঙ্গু রোগ প্রতিরোধে বান্দরবানের সব স্থানে পরিষ্কার-পরিচ্ছন্ন করে যেতে হবে।

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো. বদিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা, বান্দরবান জেলা শ্রমিক লীগের সভাপতি মো. মুছা কোম্পানি, ট্রাফিক পরিদর্শক মো. সালাউদ্দিন মামুন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী, ওসি এনামুল হক ভুঁইয়াসহ বিভিন্ন বাস, মাইক্রো, কার মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড