• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

নির্মাণের তিন মাসেই হেলে পড়ল সেতু

  কুড়িগ্রাম প্রতিনিধি

১৭ আগস্ট ২০১৯, ১৯:৩৬
সেতু
নির্মিত সেতু হস্তান্তরের তিন মাসের মধ্যে হেলে পড়েছে (ছবি- দৈনিক অধিকার)

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অর্থায়নে ৩০ লাখ ৭৭ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতু হস্তান্তরের ৩ মাসের মধ্যে হেলে পড়েছে। ৪০ ফিট দৈর্ঘ্যের সেতুটি উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব-ধণিরাম গ্রামের আবাসনগামি বাঘখাওয়ার চরে মরা-ধরলার নালার উপর নির্মাণ করা হয়।

এদিকে ফুলবাড়ী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ২০১৭-১৮ অর্থ বছরে কুড়িগ্রাম শহরের পুরাতন রেল স্টেশন এলাকার এটিএম দেলদার হোসেন টিটু নামের এক ঠিকাদারকে দিয়ে সেতুটি নির্মাণ করে। ঘটনার পর উপজেলা প্রশাসন থেকে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, সেতুটি নালার উপরে নির্মাণ করা হয়। এর দুই দিকেই বন্যায় মাটি সড়ে গেছে। একদিকে বাঁশের চাটাই দিয়ে চলাচলের ব্যবস্থা করেছে স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, সঠিক তদারকি না থাকা এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এ্যাপার্টমেন্ট ওয়াল ভেঙে ব্রীজটি হেলে পড়েছে।

বাঘখাওয়া চরের অধিবাসী মমিনুল, শাহালম ও রশিদ জানান, এই ব্রিজ দিয়ে পূর্ব-ধণিরাম আবাসন ও বাঘখাওয়া চরের ৬ শতাধিক পরিবার প্রতিনিয়ত যাতায়াত করে আসছে। দুর্ভোগ কমাতে স্থানীয়রা বাঁশ দিয়ে ব্রিজটি চলাচল উপযোগী করেছে। তবে এটি পুরোপুরী ভেঙে পরার আশঙ্কা করছে স্থানীয়রা।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ জানান, সেতুটি নির্মাণ প্রাক্কলন অনুযায়ী হয় নাই। ফলে ধসে পড়েছে।

ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সবুজ কুমার গুপ্ত জানান, সম্প্রতি বন্যায় সেতুটির নীচ থেকে মাটি সরে যাওয়ায় ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আরেফিন জানান, সেতুটি বন্যায় নাকি নিম্নমানের কাজের কারণে ভেঙে পড়েছে সেই বিষয়টি নিশ্চিত হবার জন্য ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। তারা তদন্ত করে রিপোর্ট দিলেই পরবর্তি পদক্ষেপ নেওয়া হবে।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড