• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বান্দরবানে এডিস মশার বংশবিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

  বান্দরবান প্রতিনিধি

১৭ আগস্ট ২০১৯, ১৫:৩৩
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে বাজার এলাকা পরিষ্কার করা হচ্ছে (ছবি : দৈনিক অধিকার)

‘পরিষ্কার-পরিচ্ছন্ন শহর গড়ি, সকলে মিলে সুস্থ থাকি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে এডিস মশার বংশবিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) সকালে বান্দরবান সদরের বাজার শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পুরো বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। দুই ঘণ্টাব্যাপী এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে বাজারে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি ব্যবসায়ীদের সচেতনতামূলক দিক নির্দেশনা প্রদান করেন আয়োজকেরা।

অভিযানকালে বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম জানান, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, তাই সুস্থ ও সুন্দরভাবে জীবনযাপন করতে আমাদের সকলকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। তিনি বলেন, বান্দরবানে ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে এডিস মশার বংশবিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে, এ ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এ সময় প্রত্যেক সংগঠনের এ ধরনের অভিযান পরিচালনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানকালে পুলিশসহ অন্যান্যরা (ছবি : দৈনিক অধিকার)

এডিস মশার বংশবিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার এ অভিযানে বান্দরবান বাজারের ১৪টি সংগঠন নিয়ে গঠিত বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, বিডি ক্লিন বান্দরবানের সদস্যসহ পুলিশ ও ব্যবসায়ীরা অংশ নেয়।

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মো. শফিকুর রহমান, সদস্য কাজল কান্তি দাশ, বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র দিলীপ বড়ুয়া, ব্যবসায়ী ঐক্য পরিষদের আহবায়ক গিয়াস উদ্দিন প্রমুখ।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড