• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

  বান্দরবান প্রতিনিধি

১৬ আগস্ট ২০১৯, ১৮:২৫
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানকালে জেলা পুলিশ ও অন্যান্যরা (ছবি : দৈনিক অধিকার)

বান্দরবানের সদর উপজেলায় জেলা পুলিশের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) সকালে বান্দরবান জেলা পুলিশের আয়োজনে সদরের ৫ নম্বর ওয়ার্ডের বটতলা মোড় হতে এ অভিযান শুরু হয়। তিন ঘণ্টাব্যাপী এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি ব্যবসায়ীদের সচেতনতামূলক দিক নির্দেশনা প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

পৌর সদরের ৫ নম্বর ওয়ার্ডের বটতলা মোড় থেকে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়ে সমগ্র ওয়ার্ড প্রদক্ষিণ করে। এ সময় রাস্তার পাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কারসহ অভিযানে বাড়ির পার্শ্ববর্তী বিভিন্ন ঝুঁকিপূর্ণ গাছের ডাল কেটে ফেলা হয়।

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শেষে বক্তব্য প্রদানকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, আমাদের সকলকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে সুস্থ ও সুন্দরভাবে বাঁচতে হবে। শুধু একটি দিন আমরা সড়ক পরিষ্কার করছি এটা যথেষ্ট নয়, আমাদের প্রতিদিনই অল্প অল্প করে নিজ বাড়ির আঙিনাসহ আশপাশের এলাকা পরিষ্কার রাখতে হবে।

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শেষে বক্তব্য প্রদানকালে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং (ছবি : দৈনিক অধিকার)

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আলী হোসেন, সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

অভিযানে পুলিশের সদস্য ছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও বান্দরবান ফুটবল একাডেমির খেলোয়াড়েরা অংশ নেয়।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড