• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বান্দরবানে প্রতারণা মামলায় শিক্ষক গ্রেফতার

  বান্দরবান প্রতিনিধি

১৬ আগস্ট ২০১৯, ১২:৫৬
বান্দরবান
গ্রেফতারকৃত শিক্ষক (ছবি : দৈনিক অধিকার)

বান্দরবান জেলার আলীকদম উপজেলায় প্রতারণা মামলায় মো. মিনহাজ উদ্দিন রোকন (৪৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে আলীকদম থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অগাস্ট) রাতে রেপারপাড়া বাজার এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শিক্ষক মিনহাজ উদ্দিন আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া বাজার এলাকার প্রয়াত আহমদ কবিরের বড় ছেলে ও মাংতাই হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

এ বিষয়ে আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রকিব উদ্দিন বলেন, পার্শ্ববর্তী লামা পৌরসভার লাইনঝিরি এলাকার বাসিন্দা মো. আকতার হোসেন গত (৪ আগস্ট) লামা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মো. মিনহাজ উদ্দিন রোকন ও মো. সজীব কামালের বিরুদ্ধে দুই লাখ টাকা প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন। পরে আদালত মামলাটি আমলে নিয়ে এই দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার জন্য বান্দরবান পাঠানো হয়েছে।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড