• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভোলায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে ২০৩ জন

  ভোলা প্রতিনিধি

১৫ আগস্ট ২০১৯, ২০:১৪
ডেঙ্গু জ্বর
ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীরা হাসপাতালে চিকিৎসাধীন (ছবি : দৈনিক অধিকার)

ভোলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে ২০৩ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলায় চিকিৎসাধীন আছেন ৩১ জন। যার মধ্যে ২১ জন ভোলা সদর হাসপাতালে ও ১০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

সোমবার (১২ আগস্ট) ঈদুল আজহা উপলক্ষে ঈদ উদযাপনে রাজধানী ঢাকাসহ দেশের নানা প্রান্ত থেকে মানুষ নাড়ির টানে ভোলায় আসতে শুরু করে। এর পর পরই বাড়তে থাকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।

তবে স্থানীয়ভাবে জানা যায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১২ জন। বাকি সবাই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আক্রান্ত হয়ে ভোলায় এসেছেন।

ভোলা জেলা সিভিল সার্জন ডা. রথীন্দ্র নাথ মজুমদার জানান, ভোলায় গত দুই দিন ধরে ডেঙ্গু রোগীর ভর্তির পরিমাণ কমে গেছে। স্থানীয়ভাবে পরিচালিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও মানুষের সচেতনতা সৃষ্টির কারণেই দিন দিন ডেঙ্গু আক্রান্তের পরিমাণ কমেছে। এখন পর্যন্ত ভোলায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি।

তিনি আরও জানান, ভোলা সদর হাসপাতালে ডেঙ্গু নির্ণয়ের সকল পরীক্ষা বিনা মূল্যে করা হচ্ছে। ওষুধও বিনা মূল্যে দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ১৭২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড