• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

যশোরে ১৬ জুয়াড়ির কারাদণ্ড 

  যশোর প্রতিনিধি

১৫ আগস্ট ২০১৯, ১৮:৫০
যশোর
ছবি : দৈনিক অধিকার

যশোরের চৌগাছা উপজেলায় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ১৫ জুয়াড়িকে ১৫ দিন করে এবং ১ জনকে একমাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার পৌরসভার মাছ বাজার এলাকার শাহাজালাল ওরফে জঙ্গুর চায়ের দোকানে অভিযান চালিয়ে দোকানি শাহাজালসহ ১৬ জনকে আটক করা হয়। এ সময় আটককৃতদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেন।

এ সময় চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব, ওসি (তদন্ত) উত্তম কুমার, উপপরিদর্শক শহিনুর রহমান উপস্থিত ছিলেন।

একমাসের দণ্ডপ্রাপ্তরা হলেন, চৌগাছা উপজেলার মন্মথপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে শাহাজালাল ওরফে জঙ্গু (৩৮)। এছাড়া দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন- যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের ছেলে আব্দুল জলিল (৩০), দোগাছিয়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আবু বকর সিদ্দিক (৫০), মৃত কিফাতুল্লাহ মন্ডলের ছেলে আসাদুল ইসলাম (৪৫), চৌগাছা পৌরসভার বাকপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে আরমান খান (৩৫), একই গ্রামের মোশারফ মল্লিকের ছেলে শাহজামাল মল্লিক (২৮), মৃত. আলী আহাম্মেদের ছেলে জয়নাল শেখ (৩৮), মাঠপাড়া গ্রামের চানমিয়ার ছেলে আব্দুল মজিদ (২৫), মৃত তপু বিশ্বাসের ছেলে শরিফ বিশ্বাস (৩০), উপজেলার সিংহঝুলি গ্রামের মইর আলী খানের ছেলে ওয়েজকুরুনি (৪৫), একই গ্রামের মকছেদ আলীর ছেলে কামরুল ইসলাম (৫০) ও বারেক মোল্লার ছেলে জোনায়েদ মোল্লা (২৬), চাঁদপাড়া গ্রামের ওহিদুল ইসলাম দফাদারের ছেলে ইকবাল দফাদার (৪৫), মশিউর নগর গ্রামের মৃত জাহাবক্স দফাদারের ছেলে মিন্টু দফাদার (৩৫) এবং মাড়–য়া গ্রামের হোসেন আলী বিশ্বাসের ছেলে আলী কদর বিশ্বাস (৩২), টেঙ্গরপুর গ্রামের মৃত সফিউল্লাহর ছেলে রবিউল ইসলাম (৪৫)।

ভ্রাম্যমাণ আদালেরত ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম বলেন, প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ‘বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন-১৮৬৭’ আইনে তাদের সাজা দেওয়া হয়।

উল্লেখ্য, আটককৃত শাহজালাল ওরফে জঙ্গুকে ৩ হাজার টাকা জরিমানা ও মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড