• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঝিনাইদহে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

  ঝিনাইদহ প্রতিনিধি

১৫ আগস্ট ২০১৯, ১৬:০৬
ডেঙ্গু রোগী
হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি ( ছবি : দৈনিক অধিকার )

ঝিনাইদহের বিভিন্ন হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ঈদের দিন থেকে এখন পর্যন্ত হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে প্রায় ৩০ জন।

বর্তমানে জেলা সদর হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে ৩২ জন, শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ এবং মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন।

এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১৮৭ জন। এর মধ্যে অনেকেই বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। এছাড়া বিভিন্ন প্রাইভেট হাসপাতালেও অনেক ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছে।

বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি রাজধানীর সোনারগাও ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রী সুমনা ইয়াসমিন জানান, ঢাকায় থাকা অবস্থায় শরীরে জ্বর আসে, মাথা ব্যাথা ও শরীরে র‌্যাশ ওঠে। প্রাথমিকভাবে বন্ধুদের পরামর্শে নিজেই প্যারাসিটামল খেলে কিছুটা কমে যায়। পরে ঈদের ছুটিতে বাড়িতে আসলে শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। পরে হাসপাতালে রক্ত পরীক্ষার পর ধরা পড়ে ডেঙ্গু হয়েছে। বর্তমানে শরীরে প্রচুর ব্যাথা রয়েছে, মাথা ঝিম ঝিম করছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মিথিলা ইসলাম জানান, হাসপাতালে ভর্তি হয়ে অনেক রোগী চিকিৎসা নিচ্ছে। পাশাপাশি জরুরি বিভাগেও ডেঙ্গু রোগী আসছে। শনাক্তকরণ শেষে যাদের শারীরিক অবস্থা কিছুটা খারাপ তাদের ভর্তি রাখছি, অন্যদের বাড়িতে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড