• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাইফেলের গুলিতে আনসার সদস্যের আত্মহত্যা

  যশোর প্রতিনিধি

১৫ আগস্ট ২০১৯, ১৫:১৬
মৃত্যু
ছবি : প্রতীকী

যশোরে নিজের রাইফেলের গুলিতে আত্মহত্যা করেছে নকদুম আলী (৫১) নামের এক আনসার সদস্য।বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে।

নিহত নকদুম টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বিল অমিলা গ্রামের বাসিন্দা। তিনি যশোর সদর উপজেলা বসুন্দিয়া ক্যাম্পে দায়িত্ব পালন করছিলেন এবং আনসার ৭ নম্বর ব্যাটলিয়নের (শার্শা-নাভারন) সদস্য।

বসুন্দিয়া ক্যাম্পের ইনচার্জ এসআই সঞ্জিত কুমার জানান, বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ পড়ে ক্যাম্পে আসেন নকদুম। কিছুক্ষণ পর রাইফেলের গুলির আওয়াজ পেয়ে তার ঘরে গিয়ে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।

তিনি আরও জানান, তার নিজের রাইফেল দিয়ে গলার নিচে ধরে গুলি করে রাইফেলের গুলিতে তার মুখমণ্ডল এবং মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে। সংবাদ পেয়ে যশোর পুলিশ সুপার মঈনুল হক এডিশনাল গোলাম রব্বানী, কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামানসহ অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এসপি মঈনুল হক সাংবাদিকদের জানান, নিহত নকদুম আলী পারিবারিকভাবে অশান্তিতে ভুগছিলেন। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড