• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

কারাগারে কয়েদির মৃত্যু

  যশোর প্রতিনিধি

১৫ আগস্ট ২০১৯, ১৪:৫৭
যশোর কেন্দ্রীয় কারাগার
যশোর কেন্দ্রীয় কারাগার (ছবি : ফাইল ফটো)

যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইকবাল হোসেন নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে স্বাস্থ্য সমস্যা জনিত কারণে তিনি মারা যান।

নিহত ইকবাল হোসেন বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবু তালেব জানান, ইকবাল হোসেন আজ বৃহস্পতিবার সকালে বুকের ব্যথা অনুভব করলে ডাক্তার তার ইসিজি পরীক্ষা করেন। ইসিজি করার পর উঠে দাঁড়ালে তিনি পড়ে যান।

এ সময় তাকে উদ্ধার করে যশোর জেলা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার অমিয় দাস সকাল ১০টা ৪৬ মিনিটে তার মৃত্যু ঘোষণা করে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

জেলার আবু তালেব আরও জানান, ইকবাল হোসেনের বিরুদ্ধে আদালত একটি মামলায় ২০০৬ সালে মৃত্যুদণ্ড ঘোষণা করেন। পরবর্তীতে ওই মামলায় আদালত ২০১৪ সালে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর থেকে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড