সারাদেশ ডেস্ক
নরসিংদীর রায়পুরায় প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আব্দুস সাত্তার (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১৪ আগস্ট) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার চারাবাগে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুস সাত্তার নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা এলাকার ফরমান আলীর ছেলে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আবদুস সাত্তার মোটরসাইকেলে করে ভৈরব থেকে নরসিংদীর দিকে যাচ্ছিলেন। পথে মহাসড়কের রায়পুরার চারাবাগ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে সজোরে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঘাতক প্রাইভেটকারটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ওডি/এএন
সম্পাদক: মো: তাজবীর হোসাইন সজীব
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
ফোন: ০২-৯১১০৫৮৪
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড