• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজশাহীতে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত শতাধিক

  রাজশাহী প্রতিনিধি

১৪ আগস্ট ২০১৯, ১৬:১২
ডেঙ্গু

রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন ১৩৫ জন। আর জুলাই থেকে এ পর্যন্ত এক হাজার ৮৪৬জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। যার মধ্যে রাজশাহী ও পাবনা হাসপাতালে মোট দুইজন রোগী মারা গেছেন।

বুধবার (১৪ আগস্ট) স্বাস্থ্য বিভাগের (রাজশাহী বিভাগ) পরিচালক গোপেন্দ্রনাথ আচার্য তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত এক হাজার ৪২৯ জন রোগী সেবা নিয়ে ফিরে গেছেন। বর্তমানে আটটি জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৪১৭ জন।

রাজশাহী : গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (আরএমসিএইচ) নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২১ জন। এসময়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন। বর্তমানে হাসপাতলটিতে ভর্তি আছেন ১৩১ জন রোগী। জুলাই থেকে এ পর্যন্ত মোট ৩৭৮ জন রোগী ভর্তি হন। এ সময়ের মধ্যে সুস্থ হয়ে ফিরেছেন দুই হাজার ৪৮৬ জন। হাসপাতালটিতে সোমবার একজন ১৯ বছরের যুবক মারা যান।

হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু আক্রান্ত রোগীরা (ছবি- দৈনিক অধিকার)

বগুড়া : গত ২৪ ঘণ্টায় বগুড়া জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী চিহ্নিত হয়েছেন ৪০ জন। এ পর্যন্ত মোট চিহ্নিত রোগী ৫৫৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ফিরে গেছেন ৪৪৩ জন। হাসপাতালে ভর্তি আছেন ১১৫ জন।

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ভর্তি হন ১০ জন। এ পর্যন্ত মোট চিহ্নিত রোগী ১২৪ জন। এদর মধ্যে সুস্থ হয়ে ফিরেছেন ৯৮ জন এবং হাসপাতালে ভর্তি আছেন ২৬ জন।

নওগাঁ : গত ২৪ ঘণ্টায় নওগাঁ জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী চিহ্নিত হয়েছেন ২০ জন। এপর্যন্ত মোট চিহ্নিত রোগী ১৪৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ফিরে গেছেন ১২৪ জন। হাসপাতালে ভর্তি আছেন ২০ জন।

নাটোর : গত ২৪ ঘণ্টায় নাটোর জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী চিহ্নিত হয়েছেন আটজন। এ পর্যন্ত মোট চিহ্নিত রোগী ১১৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ফিরে গেছেন ১০২ জন। হাসপাতালে ভর্তি আছেন ১৬ জন।

জয়পুরহাট : গত ২৪ ঘণ্টায় জয়পুরহাট জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী চিহ্নিত হয়েছেন তিনজন। এপর্যন্ত মোট চিহ্নিত রোগী ৫১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ফিরে গেছেন ৪৭ জন। হাসপাতালে ভর্তি আছেন ৪জন।

সিরাজগঞ্জ : গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী চিহ্নিত হয়েছেন ১৫ জন। এ পর্যন্ত মোট চিহ্নিত রোগী ৩২২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ফিরে গেছেন ২৭০ জন। হাসপাতালে ভর্তি আছেন ৫২ জন।

পাবনা : গত ২৪ ঘণ্টায় পাবনা জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী চিহ্নিত হয়েছেন ১৮ জন। এ পর্যন্ত মোট চিহ্নিত রোগী ১৩৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ফিরে গেছেন ৮৫ জন। হাসপাতালে ভর্তি আছেন ৫৩ জন। এদের মধ্যে বুধবার একজন যুবক মারা যান।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড