• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের বাড়িতে ভাইয়ের হামলা

  কর্ণফুলী প্রতিনিধি

১৩ আগস্ট ২০১৯, ০৩:৩০
হামলা
বাড়িতে হামলার একটি চিত্র (ছবি: দৈনিক অধিকার)

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের চরহাজারী গ্রামে দীর্ঘদিন যাবত আপন ভাইদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মো. নুরুল আমিন নামের এক ব্যক্তির বসত বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার (১১ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটের সময় উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাজী সাহেব মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বাড়ির মালিক মো. নুরুল আমিন (৫৫) বাদি হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় একটি এজাহার দায়ের করেছেন বলে জানা যায়।

এজাহারে পাওয়া বিবাদীগণ হলেন-নুরুল কাদের, নুর মোহাম্মদ, ইমন, রাশেদ, কামরুন নেছা ববি, বেলাল, লোকমান, জালাল, সোলমান, ফোরকান, মহি উদ্দীন, আবু তাহের, আবু জাহের, আঙ্গুর, আবু বক্কর, সোহেল, আরিফ, ইমরান, মুজিব, রাজু, সাজ্জাদ হোসেন, হৃদয়, সেলিম, দিদারুল আলম, ইকবাল, জুয়েল, আজগর আলী, জহিরুল ইসলাম, আমজাদ, ইনচান ও আলমগীর।

থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, মো. নুরুল আমিনের সাথে একই এলাকার নুরুল কাদের ও নুরুল হকের সাথে পারিবারিক মৌরশী পাওয়া পৈত্রিক সম্পত্তি নিয়ে এক বছর যাবত বিরোধ চলে আসছিল। সম্পর্কে যদিও তারা একে অপরের ভাই হন।

কিন্তু গত ১১ আগস্ট রবিবার দুপুর বেলা ৩০/৪০ জন মতো লোক বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে নুরুল আমিনের বসতবাড়ি ঘেরাও করে ঘরের জানালা, লাইট, পানির ট্যাংকি ও সিঁড়ির উপরে থাকা টিনের ছাদ ভাঙচুর করে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানায়, এ সময় তারা উপায় না দেখে ৯৯৯ এ কল করে পুলিশের সহযোগিতা চাইলে কর্ণফুলী থানার ওসির নিদের্শে দ্রুত গতিতে এস.আই সতেজ বড়ুয়া ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে বাড়ির লোকদের উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা পালিয়ে যায়।

কর্ণফুলী থানার এস.আই সতেজ বড়ুয়া জানান, ‘শিকলবাহা বসত বাড়িতে হামলার ঘটনাটি তদন্ত করা হচ্ছে জড়িত অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ওডি/এএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড