• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

সীমান্তে ২৫ হাজার ইয়াবা উদ্ধার

  কক্সবাজার প্রতিনিধি

১৩ আগস্ট ২০১৯, ০০:২৬
উদ্ধারকৃত ইয়াবা
উদ্ধারকৃত ইয়াবা (ছবি: দৈনিক অধিকার)

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন কোস্ট গার্ড ভারপ্রাপ্ত কর্মকর্তা (গোয়েন্দা) কর্মকর্তা লেঃ বিএন শাহ জিয়া রহমান।

তিনি জানান, ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১২ আগস্ট) দিবাগত রাত সোয়া ৩টা নাগাদ দমদমিয়া এলাকায় টেকনাফ স্টেশনের কোস্টগার্ড সদস্যরা অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক এক ব্যক্তিকে থামার সংকেত দেয়া হয়। লোকটি সংকেত অমান্য করলে ধাওয়ার মুখে হাতে থাকা ব্যগটি ফেলে দৌড়ে পালিয়ে যায়। ফলে পাচারকারী ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে ব্যাগটি উদ্ধার করে ব্যাগের অভ্যন্তরে থাকা ২৫ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।

এদিকে জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনী প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে নিশ্চিত করেছেন উক্ত কর্মকর্তা।

ওডি/এএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড