• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় সচেতনতামূলক সভা 

  সাতক্ষীরা প্রতিনিধি

১০ আগস্ট ২০১৯, ১৫:৫৩
ডেঙ্গু প্রতিরোধ
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ( ছবি : দৈনিক অধিকার )

ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ আগস্ট) সকালে শহরের সুলতানপুর বড় বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন- পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক অরবিন্দ বিশ্বাস, পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হোসেনসহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন- ডেঙ্গু প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে কুরবানির ঈদকে সামনে রেখে ব্যবসায়ীদের ভেজালমুক্ত বিশুদ্ধ খাবার বিক্রিরও আহবান জানায় বক্তারা।

সিভিল সার্জন ডা. আবু শাহিন জানান, শনিবার পর্যন্ত সাতক্ষীরায় ১২২ জন ডেঙ্গু রোগীর সন্ধান মিলেছে। এর মধ্যে ৪৩ জন এখনও বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। উন্নত চিকিৎসার জন্য ৮ জনকে অন্যত্র রেফার করা হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তবে হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা এখন আশংকামুক্ত বলেও জানান তিনি।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড