• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

লালমনিরহাটে ৯ জন ডেঙ্গুতে আক্রান্ত

  লালমনিরহাট প্রতিনিধি

১০ আগস্ট ২০১৯, ১১:২৩
স্বাস্থ্য কমপ্লেক্স
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (ছবি : দৈনিক অধিকার)

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ২৫ জুলাই থেকে ৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) বাউরা ইউনিয়নে আরও দুইজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তারা বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল হামিদের ছেলে সুবেল হোসেন (২৫) ও একই ইউনিয়নের জমগ্রামের খায়রুল ইসলামের ছেলে লাবলু মিয়া (১৯) দুইজনেই এক সঙ্গে ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করত।

পরিবার সূত্রে জানা গেছে, ডেঙ্গু রোগে আক্রান্তের সন্দেহ হলে বাড়ি ফিরে আসেন তারা। এরপর বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডেঙ্গু পরীক্ষা করেন। পরীক্ষায় তাদের ডেঙ্গু ধরা পড়ে। বর্তমানে তারা পাটগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, রংপুরে চিকিৎসাধীন রয়েছেন পাটগ্রাম ইউনিয়নে মিশু আক্তার (৩০), জোংড়া ইউনিয়নের লাভলু হোসেন (১৯), কুচলিবাড়ী ইউনিয়নের সামিউল ইসলাম (২২) ও পাটগ্রাম পৌরসভার সিয়াম সিদ্দিক (১৭)।

এদের মধ্যে চিকিৎসা নিয়ে বর্তমানে সুস্থ হয়ে বাড়িতে গেছে বাউরা ইউনিয়নের জামিনুর রহমান (৩৮), দহগ্রাম ইউনিয়নের মেহিদি হাসান ও জোংড়া ইউনিয়নের আনিছুর রহমান।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসনাত ইউসুফ জাকি বলেন, ‘আমাদের এখানে যত ডেঙ্গু রোগী এসেছে তারা প্রত্যেকে ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে। স্থানীয়ভাবে পাটগ্রামে এ পর্যন্ত কেউ আক্রান্ত হয়নি।’

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড