• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

চাল বিতরণে অনিয়ম, প্যানেল চেয়ারম্যান ও ইউপি সচিবের কারাদণ্ড

  নড়াইল প্রতিনিধি

০৯ আগস্ট ২০১৯, ১৭:৩৮
কারাদণ্ড
কারাদণ্ডপ্রাপ্ত চেয়ারম্যান গাজী হাফিজুর রহমান ও সচিব অসিম কুমার বিশ্বাস (ছবি : দৈনিক অধিকার)

নড়াইলের সদর উপজেলায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে প্যানেল চেয়ারম্যান গাজী হাফিজুর রহমান ও সচিব অসিম কুমার বিশ্বাসকে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৯ আগস্ট) সকালে অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আল আমিন অভিযুক্ত ওই চেয়ারম্যান ও সচিবকে এ দণ্ডাদেশ প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার বিছালী ইউনিয়ন পরিষদে অভিযান চালানো হয়। এ সময় চাল বিতরণে অনিয়ম হওয়ায় প্রায় ৭৫ মন চাল উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত। পরে শুক্রবার ভ্রাম্যমাণ আদালতে প্যানেল চেয়ারম্যান গাজী হাফিজুর রহমান ও ইউনিয়ন পরিষদের সচিব অসিম কুমার বিশ্বাসকে তিন দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

এ সময় প্যানেল চেয়ারম্যান ও সচিবকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড