• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বগুড়ায় পুলিশের সপ্তাহব্যাপী মশা নিধন অভিযান শুরু

  বগুড়া প্রতিনিধি

০৯ আগস্ট ২০১৯, ১৬:০৩
মশা নিধন অভিযান
বগুড়া জেলা পুলিশের উদ্যোগে মশা নিধন অভিযান ( ছবি : দৈনিক অধিকার)

ডেঙ্গু প্রতিরোধে বগুড়ায় সপ্তাহব্যাপী মশা নিধন অভিযান শুরু করেছে জেলা পুলিশ। শুক্রবার (৯ আগস্ট) বেলা ১১টায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় অভিযানের উদ্বোধন করেন বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা (বার)।

৪৫টি ফগার মেশিন ও স্প্রে মেশিন দিয়ে মশা নিধন কার্যক্রম চলবে। প্রথমে বগুড়া সদর উপজেলার সকল এলাকায় অভিযান চালানো হবে। পরবর্তীতে তিনটি টিম করে প্রত্যেক উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালানো হবে।

সকল শ্রেণি-পেশার মানুষকে ডেঙ্গু দমন অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বলেন, বাড়ি ঘর, বাগান, আঙ্গিনা, ফুলের টব পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গু রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বগুড়া জেলায় ডেঙ্গু দমন হেল্প ডেস্ক চালু করা হয়েছে। পুলিশ কন্ট্রোল থেকে এই ডেস্ক পরিচালনা করা হচ্ছে। যদি কোনো এলাকায় মশার উপদ্রব বেশি থাকে সেখানে জেলা পুলিশ মশা নিধনে অভিযান চালাবে।

অভিযানে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার সফিজুল ইসলাম, মোকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, তাপস কুমার, সদর থানার ওসি এসএম বদিউজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর রেজাউল করিম রেজা, সালেকুজ্জামান খান, ওসি ডিবি আছলাম আলী, দুপচাঁচিয়ার ওসি মিজানুর রহমান সহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, ডেঙ্গু প্রতিরোধে বগুড়া পুলিশ সুপারের নেতৃত্বে গোটা জেলায় পুলিশ সদস্যরা কাজ করবে। এ অভিযান অব্যহত থাকবে।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড