• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে পারের অপেক্ষায় চার শতাধিক গাড়ি

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

০৯ আগস্ট ২০১৯, ১৫:৪১
শিমুলিয়া-কাঁঠালবাড়ি
শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি ঘাট ( ছবি : দৈনিক অধিকার)

মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সকাল থেকে ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়তে শুরু করেছে। বৈরী আবহাওয়ার কারণে গত দুই দিন ফেরি চলাচল ব্যাহত হলেও শুক্রবার (৯ আগস্ট) সকাল থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ১৭টি ফেরি চলাচল করছে।

বর্তমানে যাত্রী ও ছোট গাড়ি পারাপার হলেও ঘাটের দুই পাড়ে অপেক্ষায় রয়েছে চার শতাধিক গাড়ি। এর মধ্যে আছে শতাধিক মালবাহী ট্রাক। ঘাট পার হতে দীর্ঘসময় অপেক্ষা করায় দুর্ভোগে পড়েছেন বাড়ি ফেরা মানুষ।

শুক্রবার (৯ আগস্ট) দুপুরে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ১৭টি ফেরি চলাচল করছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি মাওয়া উপ-মহাব্যবস্থাপক নাছির মোহাম্মদ চৌধুরী।

বিআইডব্লিউটিসি মাওয়া ঘাট সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে গত দুদিন ধরে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে স্বাভাবিক ফেরি চলাচলে ব্যাহত হচ্ছিল। তবে শুক্রবার সকাল থেকে স্বাভাবিকভাবে ফেরি চলাচল করছে। আবহাওয়া স্বাভাবিক থাকায় ফেরি চলাচলে কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাওয়া ট্রাফিক ফাঁড়ির পরিদর্শক মো. হেলাল উদ্দিন জানান, ঘাটে যানবাহনের চাপ অস্বাভাবিক নয়, আবার স্বাভাবিকও বলা যাচ্ছে না। তবে মোটামুটি ভালো। শুক্রবার সকাল থেকেই যাত্রীবাহী গাড়ি বেশি আসছে। ঘাটে আসা গাড়িগুলো পার্কিং এলাকায় অপেক্ষা করার পর একেএক ফেরিতে উঠানো হচ্ছে।

বিআইডব্লিউটিসি মাওয়া উপ-মহাব্যবস্থাপক নাছির মোহাম্মদ চৌধুরী জানান, আবহাওয়া ভালো থাকায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ১৮টি ফেরির মধ্যে ১৭টি ফেরি চালু রয়েছে। এর মধ্যে চারটি রো রো, চারটি কে-টাইপ, দুটি মাঝারি, ছয়টি ডাম্প ও একটি ছোট ফেরি চলাচল করছে। মালবাহী কোনো গাড়ি পার করছি না। শুধু যাত্রী ও যাত্রীবাহী ছোট গাড়ি পারাপার হচ্ছে। ঘাটে চার শতাধিক গাড়ি পারের অপেক্ষায় রয়েছে। পর্যায়ক্রমে সব গাড়িই পার করা হবে।

এদিকে শিমুলিয়া ঘাট হয়ে পদ্মায় লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ওডি/এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড