• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাজীপুরে ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি আটক

  গাজীপুর প্রতিনিধি

০৯ আগস্ট ২০১৯, ১৫:৩৩
গাজীপুর
আটককৃতরা (ছবি : দৈনিক অধিকার)

গাজীপুর মহানগরীর টঙ্গী হতে অভিনব কায়দায় পাচারের সময় ৭৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব-১। এ সময় তিন মাদক কারবারিকে আটক এবং একটি মিনি ট্রাকটি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর মিতালি ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলো- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার ছোট হাদিনগর গ্রামের আফজাল হোসেনের ছেলে সুমন আলী (২৪), নওগাঁর পত্নীতলা থানার দাসনগর দক্ষিণ পাড়া গ্রামের আব্দুল জাফরের ছেলে আব্দুল মজিদ (২৪) ও একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে মিঠু (২৬)।

মাদক কারবারিরা ট্রাকের পাটাতনের ওপর বিশেষ কায়দায় কয়েক ইঞ্চির আরও একটি পাটাতন তৈরি করে তার ভেতরে করে মাদক পাচার করছিল।

র‌্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার-বিন-কাশেম জানান, আটক হওয়া মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে ঢাকায় মাদক পাচার করে আসছিল। ইতোপূর্বে সুমন ৩০টি, মজিদ ও মিঠু ১৫টি করে চালান চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় পাচার করেছে।

শুক্রবার (৯ অগাস্ট) র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড