• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

অতিরিক্ত যাত্রীর চাপে ‘সুন্দরবন এক্সপ্রেস’ লাইনচ্যুত

  অধিকার ডেস্ক

০৯ আগস্ট ২০১৯, ১৫:৩২
সুন্দরবন
(ফাইল ছবি)

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ বঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। ফলে ঈদযাত্রায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

শুক্রবার (৯ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে খুলনাগামী ৭২৬ সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি বিপুলসংখ্যক যাত্রী নিয়ে বঙ্গবন্ধু সেতুতে ওঠার প্রায় এক কিলোমিটার আগে ‘ছ’কোচের একটি বগি লাইনচ্যুত হয়।

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, সেতুর পূর্বপাড়ে সুন্দরবন এক্সপ্রেসের শেষের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে সিল্কসিটি ট্রেনসহ আরও বেশ কয়েকটি ট্রেন আটকে রয়েছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা উদ্ধারকাজে কতক্ষণ সময় লাগবে এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ।

ওডি/আরএডি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড