• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নওগাঁয় আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

  সাপাহার প্রতিনিধি, নওগাঁ

০৯ আগস্ট ২০১৯, ১১:১৬
আদিবাসী দিবস
আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন (ছবি : দৈনিক অধিকার)

‘ক্ষুদ্র-নৃগোষ্ঠী’ নয়, আদিবাসী হিসেবে স্বীকৃতি চাই’ এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) আদিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় আদিবাসী পরিষদ সাপাহার উপজেলা শাখার উদ্যোগে উপজেলার গোডাউনপাড়া মাঠ থেকে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। সেখানে তাদের সংস্কৃতির নাচ গানের প্রতিযোগিতায় মেতে ওঠে আদিবাসী জনগোষ্ঠীরা। এ সময় উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার কল্যান চৌধুরী, অফিসার ইনচার্জ ওসি আব্দুল হাই নিউটন অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি ভুট্টু পাহান। এ সময় উপজেলার সকল আদিবাসী জনগোষ্ঠী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় আদিবাসী নেতারা সংবিধানে ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়, আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড