• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

দোহাজারীতে উন্মুক্ত নিলামে ইজারা দেওয়া হলো ছাগলের হাট

  চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম

০৮ আগস্ট ২০১৯, ২০:২১
উন্মুক্ত নিলাম
উন্মুক্ত নিলাম সভা (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় প্রথমবারের মতো উন্মুক্ত নিলামে ইজারা দেওয়া হলো ছাগলের হাট।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকালে দোহাজারী পৌরসভা কার্যালয়ে এই নিলাম অনুষ্ঠিত হয়।

১০ হাজার টাকা করে জামানত দিয়ে পাঁচজন ব্যবসায়ী নিলামে অংশ নেয়। এদের মধ্যে এক লাখ ৩৫ হাজার টাকা সর্বোচ্চ দর দিয়ে মনসা পূজা পর্যন্ত উক্ত ছাগলের বাজারের ইজারা পায় গিয়াস উদ্দীন জিকু।

এছাড়া একই দিন টেন্ডারের মাধ্যমে দোহাজারী পৌরসভাধীন দোহাজারী ও দেওয়ানহাট বাজারে কুরবানি উপলক্ষে গরু-ছাগলের বাজারও নিলাম হয়। নিলামে সর্বোচ্চ এক লাখ ৫০ হাজার টাকায় দোহাজারী পৌরসভার গরু-ছাগলের বাজারের ইজারা পান মো. দেলোয়ার হোসেন ও এক লাখ ২৬ হাজার ১শ টাকায় দেওয়ানহাট গরু-ছাগলের বাজার ইজারা পান ফহর উদ্দীন।

চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও দোহাজারী পৌরসভার প্রশাসক আ ন ম বদরুদ্দোজার উপস্থিতিতে এ উন্মুক্ত নিলাম ও টেন্ডার প্রক্রিয়া সম্পাদন হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও দোহাজারী পৌরসভার প্রশাসক বলেন, ‘এই টাকাগুলো সরকারের রাজস্ব তহবিলে যোগ হবে এবং আপনাদের এলাকার উন্নয়নে ব্যয় করা হবে।’

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড