• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

চন্দনাইশে ডেঙ্গু রোধে ওষুধ ছিটানো শুরু 

  চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

০৮ আগস্ট ২০১৯, ২০:২৪
মশার ওষুধ
মশার ওষুধ ছিটানো হচ্ছে ( ছবি : দৈনিক অধিকার )

সারা দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বেশ কয়েকজন মানুষের প্রাণহানি ঘটেছে। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় এ পর্যন্ত তিন জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তিন জনের মধ্যে দুজন দোহাজারী পৌরসভার বাসিন্দা। এরমধ্যে ৮ নম্বর ওয়ার্ডের লালুটিয়া এলাকার মোহাম্মদ ইদ্রিস চমেকে চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে ৪ নম্বর ওয়ার্ডের ফুলতলা এলাকার আরিফুল ইসলামের এ ক্যাটাগরির ডেঙ্গু হওয়ায় বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

এমন অবস্থায় চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দোহাজারী পৌরসভার প্রশাসক আ ন ম বদরুদ্দোজার নির্দেশে দোহাজারী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে এডিস মশার লার্ভা ধ্বংসে স্প্রে মেশিনের মাধ্যমে মশার ওষুধ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে প্রত্যেক ওয়ার্ডে মশার ওষুধ ছিটানো হবে।

এদিকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে দোহাজারী পৌরসভার উদ্যোগে একটি র‌্যালি বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ ব্যাপারে দোহাজারী পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ শামীম মৃধা জানান, ‘মশক নিধন অভিযান পরিচালনার জন্য ফগার মেশিন কিনতে চট্টগ্রাম ও ঢাকায় অনেক চেষ্টা করেও মেশিন কিনতে পারিনি। হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় সব জায়গায় ফগার মেশিন সংকট দেখা দিয়েছে। তবে কয়েকদিনের মধ্যে কিনতে পারবো বলেও আশা প্রকাশ করেন তিনি।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড