• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

লক্ষ্মীপুরে ‘শান্তকে’ দেখতে জনতার ভিড়

  লক্ষ্মীপুর প্রতিনিধি

০৮ আগস্ট ২০১৯, ০৯:১১
লক্ষ্মীপুর
১৫ মণ ওজনের শান্ত (ছবি : দৈনিক অধিকার)

আর মাত্র ৪ দিন পরেই ঈদুল আযহা। এরই মধ্যে পছন্দের গরু কেনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন ক্রেতারা। অনেকে ঘুরে বেড়াচ্ছেন জেলার গরুর হাটগুলোতে। তবে সবচেয়ে বড় গরুটি দেখার জন্য ভিড় বাড়ছে লক্ষ্মীপুর পৌর গরু বাজারে। এখানে রয়েছে প্রায় ১৫ মণ ওজনের একটি ষাঁড়। যার নাম ‘শান্ত’। সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর এলাকা থেকে গরুটি আনা হয় বলে জানা গেছে।

শান্ত নামের এ গরুটির দাম হাঁকা হচ্ছে সাড়ে ৪ লাখ টাকা। গরুটির বয়স প্রায় আড়াই বছর বলে জানিয়েছেন গরু ব্যবসায়ী মো. জহিরুল ইসলাম ফারুক।

তিনি বলেন, সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর এলাকার বাসিন্দা হাজী মোহাম্মদ বাবু শখের বসে গত দেড় বছর ধরে নিজের বাড়িতে গরুটি লালন পালন করেন। গরুটিকে প্রতিদিন অন্তত ৬শ টাকার খাবার খাওয়ানো হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, এবার ওজনে ও দামে জেলায় সবার সেরা শান্ত। কারণ জেলার অন্যসব গরু হাট-বাজারে এত বড় গরু ওঠেনি। তাই প্রতিদিনই লক্ষ্মীপুর পৌর গরু বাজারে শান্তকে ঘিরে ভিড় জমে ক্রেতা ও উৎসুক জনতার।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড