• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চুয়াডাঙ্গায় ৪৯ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

০৭ আগস্ট ২০১৯, ২২:৪২
লাশ  উত্তোলন
আদালতের নির্দেশে লাশ উত্তোলন করে পুলিশ ( ছবি : দৈনিক অধিকার)

দাফনের ৪৯ দিন পর আদালতের নির্দেশে চুয়াডাঙ্গায় কবর থেকে হেদায়েত আলী নামের এক ব্যক্তির লাশ উত্তোলন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (৭ আগস্ট) বিকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসনহাটি গ্রামের পূর্বপাড়া কবরস্থান থেকে লাশ তার উত্তোলন করা হয়।

জানা গেছে, গত ১৯ জুন রাতে হাসনহাটি গ্রামে দুর্বৃত্তদের লাঠির আঘাতে মারা যান হেদায়েত আলী। পরে ময়নাতদন্ত শেষে হেদায়েতের লাশ নিজ গ্রামে দাফন করা হয়। পরে এ হত্যাকাÐ নিয়ে পুলিশ ও ডাক্তার মিলে মিথ্যা ময়নাতদন্ত রিপোর্ট দিয়েছে বলে আদালতে অভিযোগ করেন হেদায়েতের ছেলে আক্তার হোসেন। তিনি তার বাবার লাশের পুনরায় ময়নাতদন্ত করার আবেদন করেন।

এরই পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে বুধবার কবর থেকে লাশ উত্তোলন করে সিআইডি। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড