• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নকল দুধ উৎপাদন: ৫০ লাখ জরিমানা ও কারখানা সিলগালা

  আড়াইহাজার প্রতিনিধি, নারায়ণগঞ্জ

০৭ আগস্ট ২০১৯, ২১:০২
ভ্রাম্যমাণ আদালত
নকল দুধ উৎপাদনের দায়ে কারা দণ্ডপ্রাপ্তরা ( ছবি : দৈনিক অধিকার)

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ভেজাল ও নকল দুধ উৎপাদনের দায়ে বারো আউলিয়া ডেইরি মিল্ক অ্যান্ড ফুড লিমিটেডকে ৫০ লাখ জরিমানা এবং ওই কারখানার ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে ওই কারখানাটিকে সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ আগস্ট) দুপুরে র‌্যাব-১১ এবং বিএসটিআই ও পানি সম্পদ অধিদপ্তরের যৌথ সহযোগিতায় পরিচালিত অভিযানে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম এই সাজা দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আবুল কালাম আজাদ শাহীন (৩২), আব্দুল আজিজ (৫৬), আমিনুল হক (৫৪), রায়হান মিয়া (২১), আরিফুল ইসলাম (২৭), আবুল কাশেম (৩২), তারেক মাহমুদ (৩০), টুটুল সরকার (২৮), রিফাত আহম্মেদ (২৩), দ্বীন ইসলাম (৩৮), আসিফ শেখ (১৮) ও জাফর (৪০)।

ভ্রাম্যমাণ আদালত এদের মধ্যে ছয় জনকে দুই বছর এবং বাকি ছয় জনকে ছয় মাস করে কারাদণ্ড দেন।

র‌্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) জসিম উদ্দীন চৌধুরী জানান, বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকায় বারো আউলিয়া ডেইরি মিল্ক অ্যান্ড ফুড লিমিটেড নামে একটি ডেইরি ফ্রেশ মিল্ক কারখানায় র‌্যাব-১১ বিএসটিআই ও পানি সম্পদ অধিদপ্তরের যৌথ সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম।

ওই দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানে স্কিমড পাউডার, লবন, সোডিয়াম, পানি ও বিভিন্ন রাসায়নিক দ্রব্যের সংমিশ্রণে নকল তরল দুধ তৈরি করা হতো। সেই সঙ্গে দুধের সঙ্গে বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল দুধ ও দধি উৎপাদন করে ডেইরি ফ্রেশ ব্র্যান্ডে দীর্ঘদিন ধরে বাজারজাত করে আসছে।

এছাড়াও উৎপাদিত দ্রব্যে উৎপাদনের তারিখ না দিয়ে অগ্রিম তারিখ দেওয়া, মেয়াদ উত্তীর্ণ রাসায়নিক দ্রব্য ব্যবহার করে প্রক্রিয়াজাতকরণ এবং বিএসটিআইয়ের নীতিমালা লঙ্ঘন করে খাদ্য উৎপাদন করা অপরাধগুলো আমলে নেওয়া হয়। এতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯, নিরাপদ খাদ্য আইন-২০১৩ ও বিএসটিআই আইন-২০১৮ এ দোষী সাব্যস্ত করা হয়।

দিনব্যাপী অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত বারো আউলিয়া ডেইরি মিল্ক অ্যান্ড ফুড লিমিটেড নামক প্রতিষ্ঠানকে ৫০ লাখ টাকা জরিমানা এবং ওই কারখানার ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদানসহ ওই কারখানাটি সিলগালা করে দেন।

ওডি/এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড