• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

দৌলতদিয়া ঘাটে নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা

  রাজবাড়ী প্রতিনিধি

০৭ আগস্ট ২০১৯, ২০:৫৪
উদ্বোধন
সিসি ক্যামেরার উদ্বোধনকালে পুলিশ সুপার মিজানুর রহমান (ছবি : দৈনিক অধিকার)

রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাটে যানবাহন পারাপারে নৈরাজ্য বন্ধে গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বুধবার (৭ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান স্থাপিত সিসি ক্যামেরার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মিজানুর রহমান জানান, দৌলতদিয়া ঘাটে যানবাহন পারাপারে সব ধরনের অনিয়ম বন্ধ ও ব্যস্ততম ঘাট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ৬টি স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রয়োজন হলে ক্যামেরার সংখ্যা আরও বাড়ানো হবে উল্লেখ করে তিনি বলেন, দৌলতদিয়া ঘাটের ফেরির টিকিটে দালাল চক্রের তৎপরতা বন্ধসহ যান পারাপারে সকল অনিয়ম বন্ধে পুলিশ প্রশাসন আন্তরিকতার সঙ্গে কাজ করে চলেছে।

সিসি ক্যামেরা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ্উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম, এনএসআইয়ের রাজবাড়ীর উপপরিচালক শরিফুল ইসলাম, অফিসার ইনচার্জ ডিবি জিয়ারুল ইসলাম, ডিআই-১ আবুল কালাম আজাদ, সদর থানার ওসি স্বপন মজুমদার, প্রমুখ।

উল্লেখ্য, ইতোঃপূর্বে পুলিশ সুপার ঘাটে এসি বাসে চলাচলকারী ভিআইপিদের জন্য আলাদাভাবে দ্রুত পারাপার ব্যবস্থা বন্ধ করেছেন। তাই সাধারণ পরিবহনের ন্যায় এসি বাসগুলোও এখন নিয়মমাফিক সিরিয়ালে পার হচ্ছে। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায় ও ঈদ মৌসুমে যত্রতত্র গড়ে ওঠা বাস কাউন্টার প্রথা বাতিল ঘোষণা করেছেন তিনি।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড