• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ধর্ষণ মামলার তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

  ভোলা প্রতিনিধি

০৭ আগস্ট ২০১৯, ১৫:১৮
কারাদণ্ড
ছবি : প্রতীকী

ভোলায় ২০১১ সালের একটি ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন ও সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৭ আগস্ট) দুপুরে ভোলার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ আতোয়ার রহমান এ রায় দেন।

মামলার বিবরণীতে জানা যায়, ২০১১ সালের ২ জুলাই সদর উপজেলার ইলিশা ইউনিয়নের চর আনন্দ গ্রামের এক তরুণী (১৮) গণর্ষণের শিকার হয়। ধর্ষণের শিকার ওই তরুণী বাদী হয়ে ওই বছরের ৭ জুলাই আদালতে পাঁচজনকে আসামি করে মামলা করেন। তদন্ত ও দীর্ঘ সাক্ষী প্রমাণের ভিত্তিতে আজ বিচারক নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় আসামি ভুট্টু সরদার, আবুল বাসার ও রফিক মাল নামের তিনজনকে আসামি করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে এক লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেন।

বাদশা ও কবির নামের দুই আসামিকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসামিরা জেল হাজতে রয়েছেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড