• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডেঙ্গু কেড়ে নিল আরও একজনের প্রাণ

  হরিরামপুর প্রতিনিধি, মানিকগঞ্জ

০৭ আগস্ট ২০১৯, ১২:১৬
এডিস মশা
ছবি : ফাইল ফটো

মানিকগঞ্জের গিলন্ড এলাকায় অবস্থিত মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজু খান (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের সিভিল সার্জন আনোয়ারুল আমীন আকন্দ।

নিহত রাজু খানের বাড়ি হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের চালা গ্রামে।

জানা যায়, গত শনিবার (৩ আগস্ট) রাজু খান জ্বর ও সার্জিক্যাল সমস্যা নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন। পরে ভর্তির এক দিন পর সোমবার (৫ আগস্ট) ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাহাবুবুল হাসান ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।

কিন্তু রাজু খান সোমবার মারা গেলেও মানিকগঞ্জের সিভিল সার্জন আনোয়ারুল আমীন আকন্দ মঙ্গলবার দুপুরে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

মানিকগঞ্জ মুন্নু মেডিকেল হাসপাতালের কর্তব্যরত সিনিয়র নার্স নমিতা তজু জানান, ‘রাজু খান গত ৩ আগস্ট জ্বর ও সার্জিক্যাল সমস্যা নিয়ে দুপুর ১২টার দিকে ভর্তি হন। পরের দিন রবিবার বিকাল ৪টার দিকে ওই রোগীর ডেঙ্গু পজিটিভ ধরা পড়ে।

এরপর থেকে ওই রোগীর ডেঙ্গুর চিকিৎসা দেওয়া হচ্ছিল। গতকাল সোমবার ভোরে অবস্থার অবনতি হলে ৫টার দিকে রাজু খান মারা যান।’ তিনি জানান, মঙ্গলবার দুপুর পর্যন্ত ওই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৭ জন রোগী ভর্তি আছেন।

অপর দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. লুৎফর রহমান জানান, মঙ্গলবার দুপুর পর্যন্ত ওই হাসপাতালে ৬৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এখন জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ১১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড