• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোনারগাঁওয়ে ‘১৮’শ শিক্ষার্থীর মাঝে জেলা প্রশাসকের ব্যাগ বিতরণ

  সোনারগাঁও প্রতিনিধি, নারায়ণগঞ্জ

০৭ আগস্ট ২০১৯, ০৮:৩৯
সনমান্দী ইউনিয়ন
সোনারগাঁও এ গতকাল ‘১৮’শ শিক্ষার্থীর মাঝে ব্যাগ বিতরণ করেন জেলা প্রশাসক (ছবি: দৈনিক অধিকার)

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নে সোনারগাঁও বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার (৬ আগস্ট) আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

সনমান্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন- উপজেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস, সনমান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার আমিনুল ইসলাম, সোনারবাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক, চরলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ভালো ছাত্র নয়, ভালো মানুষ হওয়া সবচেয়ে বেশি প্রয়োজন। তাহলেই দেশ এগিয়ে যাবে। স্কুলে যেন শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারে। খেলাধুলা থেকে দূরে থাকলে তারা মাদক ও নানা খারাপ কাজে জড়িয়ে পড়বে। তাই প্রত্যেকটি শিক্ষার্থীকে প্রতিদিন একটি ভালো কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের সনমান্দী ইউনিয়নের ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮শ জন শিক্ষার্থীর মাঝে স্থানীয় সরকার সহায়তা প্রকল্প (এলজিএসপি-৩)-এর আর্থিক সহায়তায় এ ব্যাগ বিতরণ করা হয়।

ওডি/এএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড