• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে ওষুধ ও পুষ্টিকর খাবার বিতরণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

০৬ আগস্ট ২০১৯, ১৬:২২
ঠাকুরগাঁও
ওষুধ ও পুষ্টিকর খাবার বিতরণ করা হচ্ছে (ছবি : দৈনিক অধিকার)

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ৮০টি পরিবারের মাঝে বিনামূল্যে ওষুধ ও পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ অগাস্ট) দুপুরে বেংরোল জিয়াবাড়ী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে গর্ভবতী, প্রসূতি, প্রতিবন্ধী ও পুষ্টিহীন শিশুদের মাঝে এসব বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক দবির উদ্দীনের সভাপতিত্বে প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক দেওয়ান মোর্শেদ কামাল।

এ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গী উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ সরকার, উপমা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফারজানা আক্তার, বেংরোল জিয়াবাড়ী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এম হাসান আলী, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম, প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি সেবার পাশাপাশি সামাজিক সংগঠনগুলো যদি মানুষের সহায়তা এগিয়ে আসে তবে খুব শীঘ্রই একটি সুস্থ ও সুন্দর দেশ গড়া সম্ভব।

উপস্থিত অতিথিরা বেংরোল জিয়াবাড়ী সমাজ উন্নয়ন সংস্থার এমন আয়োজনকে সাধুবাদ জানান।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড