• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাবনায় ‘এক দিন এক ঘণ্টা পরিষ্কার অভিযান’ কর্মসূচি গ্রহণ

  পাবনা প্রতিনিধি

০৬ আগস্ট ২০১৯, ১৫:৫৫
পাবনা
প্রস্তুতিমূলক সভায় অংশগ্রহণকারীরা (ছবি : দৈনিক অধিকার)

ডেঙ্গুর বিরুদ্ধে সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে বুধবার (৭ আগস্ট) পাবনা শহরে পালিত হবে একদিন এক ঘণ্টা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান।

এ উপলক্ষে মঙ্গলবার (৬ অগাস্ট) দুপুরে পাবনা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার জয়নাল আবেদিন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাবনা সদর উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামসুন নাহার রেখা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, ভাড়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবু সাইদ, পিআইও আব্দুল করিম প্রমুখ।

বুধবার সারা শহরে একযোগে ‘এক দিন এক ঘণ্টা ব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান’ চলবে বলে সভায় জানান হয়।

এতে উপজেলা প্রশাসন, উপজেলা পর্যায়ের সব কর্মচারী, জন প্রতিনিধি, রোভার স্কাউট, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনগণ, ভবন মালিক ও সর্বস্তরের জনগণ সম্পৃক্ত থাকবেন। এতে মশা ও মশা বাহিত রোগবালাই অনেকাংশে কমে বলে উদ্যোক্তরা আশা করেন।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড