রংপুর প্রতিনিধি
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঝরে গেল রিয়ানা নামের তিন বছরের এক শিশুর প্রাণ। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৬৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।
মঙ্গলবার (৬ আগস্ট) সকালে চিকিৎসাধীন অবস্থায় রিয়ানার মৃত্যু হয়। রিয়ানা গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নকাইহাট এলাকার আশরাফুল আলমের মেয়ে।
ডা. একে এম শহিদুজ্জামান (শিশু বিভাগ প্রধান ও ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণ কমিটির প্রধান) সাংবাদিকদের জানান, যে গত ৩ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা থেকে রিয়ানাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসক জানান, এ পর্যন্ত হাসপাতালে ১৬২ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসা প্রদান করা হয়েছে। এখন ভর্তি আছে ৬২ জন, এদের মধ্যে ১১ জন নারী ও ৫২ জন পুরুষ চিকিৎসাধীন আছে।
ওডি/আরবি
সম্পাদক: মো: তাজবীর হোসাইন সজীব
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
ফোন: ০২-৯১১০৫৮৪
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড