• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাবনায় ২৪ ঘণ্টায় ৮ জন ডেঙ্গু রোগী ভর্তি

  পাবনা প্রতিনিধি

০৬ আগস্ট ২০১৯, ০৭:৫২
পাবনা
পাবনা জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড

পাবনায় দিনদিন বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিনই পাবনা জেনারেল হাসপাতালে নতুন করে আসছে ডেঙ্গু জ্বরের রোগী। গত ২৪ ঘণ্টায় ৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডেঙ্গু শনাক্তের পর্যাপ্ত কিটস না থাকায় ব্যক্তি মালিকানাধীন ডায়াগনস্টিক সেন্টারে ভিড় করছেন রোগীরা। ব্যক্তি মালিকানাধীন অনেক ডায়াগনস্টিক সেন্টারেও মিলছে না কিটস। তবে ডেঙ্গু বিস্তার রোধে জনসচেতনতামূলক প্রচার ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, বেসরকারি সংস্থাসহ পুলিশ প্রশাসন।

পাবনা জেনারেল হাসপাতালের আরএমও ডা. আকসাদ আল মাসুর আনন সোমবার রাত ৮টায় জানান, গত ২৪ ঘণ্টায় পাবনা জেনারেল হাসপাতালে ৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আগে ভর্তি ছিলেন ২৫ জন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তিকৃত রোগী হলেন ৩৩ জন।

হাসপাতাল সূত্র আরও জানায়, গত ২৩ জুলাই থেকে ৫ আগস্ট সোমবার বিকাল পর্যন্ত মোট ৮৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। তবে পাবনায় কেউ মারা যাননি।

পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল বলেন, অনেকেই আতঙ্কিত হয়ে ডেঙ্গু পরীক্ষার জন্য হাসপাতালগুলোতে ভিড় জমাচ্ছেন। কিটস স্বল্পতার কারণে সবারই ডেঙ্গু শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তারপরও এ জেলার মানুষ যাতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত না হন সে ব্যাপারে জেলা স্বাস্থ্য বিভাগ কঠোর অবস্থানে রয়েছে।

জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রঞ্জন কুমার দত্ত বলেন, আমাদের হাতে ডেঙ্গু পরীক্ষার কোনো সরঞ্জাম ছিল না। ইতোমধ্যে হাতে পেয়েছি। চিকিৎসা সেবা প্রত্যাশীদের সেবা দেওয়া শুরু হয়েছে। কিটস স্বল্পতা রয়েছে। তবুও হাসপাতালে এসে কোনো রোগী ফেরত যাবেন না।

সহকারী পরিচালক আরও বলেন, এ হাসপাতালে ইতোমধ্যে ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। নেওয়া হয়েছে বাড়তি নজরদারি।

এ দিকে ডেঙ্গু মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাবনা জেলা পুলিশ, পাবনা চেম্বার অব কমার্স, জেলা বিএনপি, জেলা যুবলীগ নানা প্রচারমূলক কার্যক্রম করছে।

ওডি/আরবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড