• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুড়িগ্রামে উদ্যোক্তাদের ‘আঁশকল’ মেশিন বিতরণ 

  কুড়িগ্রাম প্রতিনিধি

০৫ আগস্ট ২০১৯, ১৮:৫৫
আঁশকল বিতরণ
মেশিনে ছাড়ানো আঁশ পর্যবেক্ষণ করছেন জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন (ছবি : দৈনিক অধিকার)

কুড়িগ্রামে উদ্যোক্তাদের মধ্যে যন্ত্রচালিত পাটের আঁশ ছাড়ানোর ‘আঁশকল’ মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ আগস্ট) দুপুরে আরডিআরএস বাংলাদেশ অফিস চত্বরে ‘আঁশকল’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন। এ সময় ১৮ লাখ টাকা মূল্যের ১০টি ‘আঁশকল’ মেশিন ১০ জন পাটচাষি উদ্যোক্তাদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়।

প্র্যাকটিক্যাল অ্যাকশন ও ইউরোপিয়ান ইউনিয়ন কমিশনের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে আরডিআরএস বাংলাদেশ।

‘আশকল’ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাকটিক্যাল অ্যাকশনের প্রকল্প সমন্বয়কারী নির্মল চন্দ্র ব্যাপারী, টিটিমির অধ্যক্ষ প্রকৌশলী আইনুল হক, বিসিকের ডেপুটি ম্যানেজার জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপপরিচালক জাহেদুল হক চৌধুরী, আরডিআরএস বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার তপন কুমার সাহা প্রমুখ।

উল্লেখ্য, কৃষি উদ্যোক্তাদের মধ্যে যান্ত্রিক সাহায্যে পাটের আঁশ ছাড়িয়ে উন্নত পদ্ধতিতে পাটের আঁশ পচানোর মাধ্যমে আঁশের মান ঠিক রাখার লক্ষ্যে গতবছর কুড়িগ্রামে ১৫টিসহ গাইবান্ধা, রংপুর, লালমনিরহাটে ৬০টি সেমি অটোমেটিক মেশিন ‘আঁশকল’ বিতরণ করা হয়। আঁশকল পাটের গুণগত মান ঠিক রেখে পানি সঙ্কট নিরসন করা এবং উন্নত দেশের মতো পাটের আঁশ পচানো, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতসহ বিভিন্ন ক্ষেত্রে যান্ত্রিকিকরণ করার লক্ষ্যে এ পদ্ধতিতে পাট চাষিদের বেশ সহজে তুলনামূলক কম খরচে এবং অল্প সময়ে অধিক পাটের আঁশ ছাড়িয়ে পানিতে পচানো সম্ভব।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড