• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

'উদ্দীপ্ত তারুণ্যের' উদ্যোগে বিনামূল্যে ছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয়

  মৌলভীবাজার প্রতিনিধি

০৫ আগস্ট ২০১৯, ১৮:৪৩
মৌলভীবাজার
ছাত্রীদের রক্তের গ্রুপ পরীক্ষা করা হচ্ছে (ছবি : দৈনিক অধিকার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় দুই শতাধিক ছাত্রীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। এ সময় রক্ত পরীক্ষা করে তাদের রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয় এবং ওজন মাপা হয়।

সোমবার (৫ আগস্ট) সকালে দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজে সামাজিক সংগঠন 'উদ্দীপ্ত তারুণ্য' এর আয়োজনে এবং হেলথ লাইন ডায়াগনস্টিক সেন্টার ও কলেজের গার্ল ইন রোভার এর সহযোগিতায় ক্যাম্পেইনের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক।

এ সময় উপস্থিত ছিলেন- সহকারী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, সুচিত্রা ধর, বিলাস কৃষ্ণ চক্রবর্তী, দীপশিখা ধর, প্রভাষক অনিরুদ্ধ সেনগুপ্ত বাচ্চু, শ্যামলি রানী পাল প্রমুখ।

উদীপ্ত তারুণ্যের মুখপাত্র সানজিতা শারমিন বলেন, প্রতিটি মানুষেরই রক্তের গ্রুপ জানা জরুরি। আমরা প্রয়োজনে যেভাবে অন্যের কাছ থেকে রক্ত নিব। সেভাবে অন্যের প্রয়োজনেও রক্ত দেওয়ার ব্যবস্থা করব।

তিনি আরও বলেন এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড