• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত স্কুলছাত্রীর মৃত্যু

  ফরিদপুর প্রতিনিধি

০৫ আগস্ট ২০১৯, ১৭:৪৪
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল (ছবি : ফাইল ফটো)

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কামারগ্রামের অথৈ সাহা (১১) নামে এক স্কুলছাত্রী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে।

সোমবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার ধানমন্ডি ৭ নম্বর রোডে আনোয়ারা প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নিহত অথৈ সাহা বোয়ালমারী পৌর সদরের কামারগ্রামের কানাই সাহার মেয়ে। সে নিউ অলব্রাইট প্রিক্যাডেট স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী।

বোয়ালমারী বাজারের স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মদন দাস জানান, অথৈ গত ৬-৭ দিন যাবত জ্বরে ভুগছিল। প্রথমে তাকে স্থানীয় ডাক্তার দেখানোর পর রবিবার (৪ আগস্ট) তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়।

কানাই সাহার তিন মেয়ের মধ্যে অথৈ দ্বিতীয়। কানাই সাহা ঢাকায় জুয়েলারি ব্যাগের ব্যবসা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা তাপস বিশ্বাস বলেন, অথৈ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিল। প্রথমে তাকে স্থানীয় চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়। পরে অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকায় নেওয়ার পর মৃত্যু হয় তার।

এদিকে ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি হয়েছেন ১৯ জন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কামদা প্রসাদ সাহা জানান, গত ২০ জুলাই থেকে সোমবার (৫ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ১৭৯ জন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে ফিরে গেছেন ৪৫ জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে পাঁচ জনকে। বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২৮ জন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা ডেঙ্গু রোগীদের মধ্যে ২৮ জন ফরিদপুরে নিজ বাড়িতে থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ১৪ জন রাজবাড়ী থেকে, সাতজন মাদারীপুর থেকে, দুইজন গোপালগঞ্জ থেকে ও তিনজন ঝিনাইদহ থেকে আক্রান্ত হয়েছেন। ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছেন ১২৫ জন।

ফরিদপুরের সিভিল সার্জন এনামুল হক জানান, গত দুই সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৫৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৬৩ জন। ঢাকায় স্থানান্তর করা হয়েছে ১৯ জনকে। মারা গেছেন একজন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৭৬ জন।

এদিকে ডেঙ্গু আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার ঘোষণা দেওয়া হলেও ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীরা জানান, তাদেরকে বাইরে থেকে স্যালাইন ও ওষুধ কিনে আনতে হচ্ছে।

এছাড়া সদর উপজেলার শিবরামপুর থেকে জ্বরে আক্রান্ত শিশু বাচ্চাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে আসা ইমরান নামে একজন অভিভাবক জানান, রবিবার সকালে তিনি তার বাচ্চাকে নিয়ে ফরিদপুর জেনারেল হাসপাতালে আসেন। ডাক্তার ডেঙ্গু পরীক্ষা করাতে বলার পর সারাদিন বসে থেকেও তিনি বাচ্চার ডেঙ্গু পরীক্ষা করাতে না পেরে বাড়ি ফিরে যান। তবে হাসপাতালের আরএমও ডা. গণেশচন্দ্র আগরওয়াল জানান, এমন কোনো খবর তাদের জানা নেই।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড