• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুড়িগ্রামে দুই দিনে হাসপাতালে ১৭ ডেঙ্গু রোগী ভর্তি

  কুড়িগ্রাম প্রতিনিধি

০৫ আগস্ট ২০১৯, ১৭:০২
কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল
কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল (ছবি : ফাইল ফটো)

কুড়িগ্রামে গত দুই দিনে ১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে রবিবার (৪ আগস্ট) সাতজন এবং পরদিন সোমবার ১০ জনকে ভর্তি করা হয়।

এ পর্যন্ত হাসপাতালে ৪৩ জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বর্তমানে ভর্তি রয়েছে দুই শিশুসহ ২৩ জন। ডেঙ্গু রোগী স্থানান্তর করা হয়েছে ছয়জন এবং ১৪ জন চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন।

হাসপাতাল সূত্র জানায়, প্রতিদিন হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এরা সবাই ঢাকায় আক্রান্ত হয়ে বাড়িতে ফিরে আবার পরীক্ষার পর ডেঙ্গু সনাক্ত হওয়ায় ভর্তি হয়েছেন। হাসপাতালে বেড কম থাকার কারণে হিমসিম অবস্থা চিকিৎসকদের। গত দুই সপ্তাহ ধরে ডেঙ্গু রোগীদের নিয়ে কাজ করছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসক সঙ্কটের কারণে আসন্ন ঈদকে ঘিরে সম্ভাব্য চাপ কিভাবে সামলাবেন তা নিয়ে চিন্তিত স্বাস্থ্য বিভাগ।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর রহমান সরদার জানান, ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসকদের ৪২টি পদের বিপরীতে বর্তমানে চিকিৎসক রয়েছে ১৩ জন। এছাড়াও গোটা হাসপাতালে ২৬৬ পদের বিপরীতে জনবল রয়েছে মাত্র ১২৩ জন। ফলে বাড়তি চাপ নিয়ে কাজ করছে সবাই। বর্তমানে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষাসহ প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে। আতঙ্কিত হবার কোনো কারণ নেই।

সিভিল সার্জন ডা. এস এম আমিনুল ইসলাম জানান, হাসপাতালের সকল চিকিৎসককে একজন বিশেষজ্ঞ প্রশিক্ষককে দিয়ে একদিনের প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করা হয়। হাসপাতালে প্রয়োজনীয় সাপোর্ট রয়েছে ডেঙ্গু রোগের চিকিৎসার। আতঙ্কিত না হয়ে সচেতন হলেই এ রোগ নিরাময় করা সম্ভব।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড