• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুষ্টিয়ায় মাদক মামলায় আসামির যাবজ্জীবন

  কুষ্টিয়া প্রতিনিধি

০৫ আগস্ট ২০১৯, ১৫:০৯
কুষ্টিয়া
দণ্ডপ্রাপ্ত আসামি মো. শাহিনুল (ছবি : দৈনিক অধিকার)

কুষ্টিয়ায় মাদক মামলায় মো. শাহিনুল নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৫ অগাস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। আদালত একই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত শাহিনুল কুমারখালী থানার শেরকান্দি গ্রামের প্রয়াত আবু বকরের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২১ মার্চ কুষ্টিয়ার কুমারখালী থানার শেরকান্দি গ্রামে শাহিনুলের বাড়িতে অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার একটি অভিযানিক দল।

এই ঘটনায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার পরিদর্শক তারেক মাহমুদ বাদী হয়ে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন। কুমারখালী থানা পুলিশ ২০১৮ সালের ১৩ জুলাই আদালতে ওই মামলার চার্জশিট দাখিল করেন।

দীর্ঘ শুনানিন্তে আদালত আজ এই রায় ঘোষণা করেন। পরে আসামি শাহিনুলকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী কুষ্টিয়া জজ কোর্টের পি.পি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।

এই মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মীর মো. আরশেদ আলী।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড